এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন ব্যাংকে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন-ভাতা ছাড় দেয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে ৮টি চেকের মাধ্যমে এ অর্থ ব্যাংকে জমা দেয়া হয়েছে। মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিকির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বলা হয়েছে, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন-ভাতার এমপিও অর্থ ছাড় দেয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকে আটটি চেকের মাধ্যমে এসব অর্থ জমা হয়েছে। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ও জনতা ও সোনালী ব্যাংকে স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এসব অর্থ জমা দেয়া হয়েছে।

আগামী ৭ নভেম্বরের মধ্যে এমপিওভুক্তি শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশ দিয়েছে মাউশি।