০১. চোখের নিমেষ না ফেলে- অনিমেষ
০২. চন্দ্র চূড়াতে যার- চন্দ্রচূড়
০৩. ছেদন করা যায় যা দ্বারা- ছেনী
০৪. চিরকাল স্থায়ী নয় যা/ যারা- নশ্বর
০৫. জয় করার ইচ্ছুক- জিজ্ঞাসু
০৬. দিনের প্রথম ভাগ- অপরাহ্ন
০৭. দিন ও রাত্রির সন্ধিক্ষণ- গোধূলী
০৮. দেহ সম্বন্ধীয় যাহা-দৈহিক
০৯. দাঁড়ি জন্মেনি যার- অজাতশ্মশ্রু
১০. দূর ভবিষ্যৎ দেখে না যে- অদূরদর্শী