নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটি সাতটি বিভিন্ন পদে লোক নিয়োগ দেবে।
পদের নাম
ডিভিশনাল সেলস ইনচার্জ, এসআর এক্সিকিউটিভ/ডিওয়াই ম্যানেজার/ম্যানেজার, এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, টেরিটরি সেলস ইনচার্জসহ মোট সাতটি পদে লোক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা বিভিন্ন পদের নিমিত্তে আবেদন করতে পারবেন। তবে কিছু কিছু পদে আবেদনের জন্য প্রার্থীর এক থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় সব কাগজপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় (এইচআর ডিভিশন, সেক্টর-এ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-২, প্লট-৫৬/এ, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, ২ নম্বর এভিনিউ, বসুন্ধরা আর/এ, ঢাকা-১২২৯) পাঠাতে হবে। প্রার্থীরা চাইলে সিভি ই-মেইল করতে পারেন ([email protected]) এই ঠিকানায়।
সূত্র : বিডিজসব
আবেদনের সয়মসীমা
আবেদন করা যাবে ২৬ নভেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে…