একাদশ শ্রেণিতে ভর্তি অনলাইনে আবেদনের ফল বৃহস্পতিবার!

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে শিক্ষাবোর্ডগুলো।

ssc

গত ২১ জুন অনলাইনে এ আবেদন নেওয়া শেষ হয়। একজন ভর্তিচ্ছু সর্বোচ্চ ৫টি পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাকা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায় জানান,রাজধানীর কলেজগুলোতে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৭২ হাজার। কেবলমাত্র ঢাকা শিক্ষাবোর্ডে এবার পাস করেছে ৩ লাখ ১০ হাজার ছাত্রছাত্রী। বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন স্কুল থেকে পাস করে এসে ঢাকার বিভিন্ন কলেজ ভর্তির জন্য আবেদন করেছেন।

গত ৬ জুন থেকে শুরু হয় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। অনলাইনে আবেদন নেওয়া হয়েছে ২১ জুন পর্যন্ত। আবেদন জমা নেবার পর শিক্ষাবোর্ডগুলো এখন এসএসসির ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দের কলেজের মেধাক্রম তৈরি করবে। এর ফল প্রকাশ হবে ২৫ জুন। আর কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।