টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক ডেপুটি জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ার) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকসে বা টেলিকমিউনিকেশনে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। বিএসসির পাশাপাশি এমবিএ ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। পদটিতে আবেদনের জন্য ১ জানুয়ারি-২০১৬ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
বেতন
ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বেতন দেওয়া হবে ৯৩ হাজার টাকা। এ ছাড়া থাকবে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া
যোগ্য প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটের (http://www.teletalk.com.bd/career/circular.jsp?menuItem=43003) মাধ্যমে। এ ছাড়া বিজ্ঞাপনে উল্লেখিত কাগজসহ আবেদনপত্র পাঠানো যাবে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাডমিন বিভাগ, টেলিটক বাংলাদেশ লিমিটেড, করপোরেট অফিস, হাউস-সিইএস (এ)-৩৯, রোড-১১৬, গুলশান-১, ঢাকা’ ঠিকানায়। অনলাইনে আবেদন করা যাবে ২৬ জানুয়ারি এবং ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে আগামী ৭ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :