মালয়েশিয়ায় রয়েছে বেশ কিছু ভাল শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে আইইএলটিএস ছাড়াই রয়েছে ভর্তির সুযোগ। ভর্তির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে দক্ষ করে তোলে শিক্ষার্থীদের। মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি, নিলাই ইউনিভার্সিটি, মাশাহ ইউনিভার্সিটি, ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি এবং লিমককিনের মতো সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের রয়েছে উচ্চ শিক্ষাগ্রহণের সুযোগ।
ইউরোপের আবহে গড়ে ওঠা মালয়েশিয়া সারাবিশ্বে পরিচিত হয়ে উঠছে স্টুডেন্ট হাব নামে। শিক্ষার্থীরা এখানে পেয়ে থাকে বিশ্বমানের পড়াশোনার সুযোগ। লিথুয়ানিয়া ক্লাইপেডিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে অথবা মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা সর্ম্পকে আরও জানতে পারেন faithedubd@gmail.com এর মাধ্যমে।
অথবা মগবাজারের গ্ল্যান্ড প্লাজার ফেইথ কনসালটেন্টসে যোগাযোগ করতে পারেন সরাসরি। ০১৯৭৩৩৮৮৬৬৬ নাম্বারে ফোন দিয়েও জানা যাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য।