হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ায় ফ্রি পড়াশোনার সুযোগ!

আইনে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে। আর সেটা যদি হয় বিনা খরচে তাহলেতো সোনায় সোহাগা। অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে পড়াশোনার খ্যাতি বিশ্বজুড়ে। হ্যাঁ পাঠক দেশটির University of Queensland এ বিনা খরচে মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ১০০% মওকুফ করা হয়। চলুন জেনে নেই বিস্তারিত :

যোগ্যতা : স্কলারশিপ দেয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা হাইলি কোয়ালিফাইড তাদের অগ্রাধিকার বেশি। যারা অস্ট্রেলিয়ার নাগরিক বা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের জন্য এ স্কলারশিপ প্রযোজ্য হবে না।

স্কলারশিপের বর্ণনা : University of Queensland এ স্কলারশিপের আওতাভুক্ত শিক্ষার্থীর টিউশন ফি ১০০% মওকুফ করা হবে। মাস্টার্সের ৩ সেমিস্টার ধরে এটা চলমান থাকবে।

যেভাবে আবেদন করতে হবে : শিক্ষার্থীদের post অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : study-in-australia-feature-04চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন : http://scholarships.uq.edu.au/scholarship/master-of-laws-llm-scholarship

তাহলে আর দেরি কেন আবেদন করুন আজই।