সনি-র্যাংগস ব্র্যান্ডের বিপণনকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড জনবল নিয়োগ দিচ্ছে। এ বিষয়ে অনলাইনে বিজ্ঞাপন প্রকাশ করে তারা। বিজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ারে জুনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে। কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।
যোগ্যতা
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে পারবে।
কর্মস্থল ও বেতন
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে সিলেট, ফরিদপুর ও দেশের অন্যান্য জেলায়। কাস্টমার কেয়ারে প্রার্থীদের সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতে হবে। র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানার মাধ্যমে। আবেদন করা যাবে ৬ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম