অবশেষে শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা প্রকাশ

অবশেষে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ।

জেলা শিক্ষা অফিসগুলোতে মেধা তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে একজন উপ-পরিচালক নিশ্চিত করেছেন।

গত বছর পরীক্ষা ও ফল প্রকাশ হয় দ্বাদশ নিবন্ধন পরীক্ষার।

জেলা শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে মেধা তালিকা টাঙ্গানোর নির্দেশ দিয়েছে নিবন্ধন কর্তৃপক্ষ। মেধা তালিকা পাওয়ার খবর ঢাকা, যশোর ও নড়াইল জেলার শিক্ষা অফিসারগণ দৈনিকশিক্ষাকে আজ সোমবার বিকেলে নিশ্চিত করেছেন।

নড়াইলের জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম টুকু বলেন, শুধু দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা হাতে পেয়েছেন এবং নোটিশ বোর্ডে দিয়েছেন।

মেধা তালিকা প্রকাশে অস্বাভাবিক দেরি করায় সারাদেশে নিবন্ধন উত্তীর্ণরা হাতাশায় ছিলেন। শুধু দ্বাদশ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হওয়ায় বাদ বাকীরা উৎকন্ঠায় রয়েছেন।

শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট দিতে ক্লিক করুন: শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট

সূত্র: দৈনিক শিক্ষা