সাম্প্রতিক প্রশ্নোত্তর কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০১৭ (দ্বিতীয় পর্ব)

০১. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিতব্য কোম্পানির নাম কি?
উত্তরঃ Bangladesh Communication Satellite Company (BCSC) Limited
০২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টেলিভিশন চ্যানেলের স্টুডিও উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১৮ জুলাই ২০১৭।
০৩. ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০১৮ সালে; ঢাকায়।
০৪. OIC’র চতুর্দশ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ৬-১১ ডিসেম্বর ১৯৮৩; ঢাকায়।
০৫. পাট আইন ২০১৭ কার্যকর হয় কবে?
উত্তরঃ ৫ জুন ২০১৭।
০৬. বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত ইউরোপীয় ক্রেতাদের জোটের নাম কি?
উত্তরঃ Accord on Fire and Building Safety in Bangladesh (Accord)।
০৭. ১৪ জুলাই ২০১৭ ইন্দোনেশিয়া দক্ষিণ চীন সাগরের নিজেদের অংশের নাম পরিবর্তন করে কি নাম রাখে?
উত্তরঃ North Natuna Sea.
০৮. বিদেশে প্রথম চীনা সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত?
উত্তরঃ পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে।
০৯. ১ জুলাই ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অষ্টম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ তেদ্রোস আধানম গেবিয়াসেস (ইথিওপিয়া)
১০. জাতিসংঘের সর্বকনিষ্ঠ শুভেচ্ছা দূত কে?
উত্তরঃ সিরীয় উদ্বাস্তু (শরণার্থী) মুজুন আলমেলেহান।
১১. অর্থশাস্ত্রের পরিভাষায় আবগারি করকে (Excise Duty) কি নামে ডাকা হয় ?
উত্তরঃ পাপ কর (Sin Tax)
১২. ‘ফার্স্টবয়দের দেশ’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ অমর্ত্য সেন (ভারত)।
১৩. ১২তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭-৮জুলাই ২০১৭; হামবুর্গ, জার্মানি।
১৪. ১৩তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ ২০১৮ সালে; বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
১৫. জাতিসংঘ বিশ্বের দেশসমূহকে কতটি ক্যাটাগরিতে ভাগ করেছে?
উত্তরঃ ৩টি। স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশ।
১৬. LDC থেকে উত্তরণের প্রাথমিক তালিকা তৈরি করে কে?
উত্তরঃ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC)-এর উন্নয়ন নীতিমালাবিষয়ক কমিটি (CDP)।
১৭. CDP কত বছর অন্তর LDC থেকে উত্তরণের প্রাথমিক তালিকা তৈরি করে?
উত্তরঃ প্রতি তিন বছর অন্তর।
১৮. CDP কতটি সূচকের ভিত্তিতে LDC’র তালিকা করে?
উত্তরঃ ৩টি। মাথাপিছু মোট জাতীয় আয় (GNI), মানব সম্পদ সূচক (HAI) ও আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI)।
১৯. LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কতটি দেশ ও কি কি?
উত্তরঃ ৫িই। বতসোয়ানা, কেপভার্দে, মালদ্বীপ, সামোয়া ও নিরক্ষীয় গিনি।
২০. বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মোট কতটি স্থান রয়েছে?
উত্তরঃ ১,০৭৩টি।
২১. বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
উত্তরঃ ৮৩২টি।
২২. বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি ?
উত্তরঃ ২০৬টি।
২৩. বর্তমানে মোট মিশ্র ঐতিহ্য কতটি?
উত্তরঃ ৩৫টি।
২৪. ২০১৭ সালের SDG সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সুইডেন।
২৫. ২০১৭ সালের SDG সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
২৬. ২০১৭ সালের SDG সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তরঃ ১২০তম।
২৭. শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ তুরস্ক।
২৮. কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী হয়েছে?
উত্তরঃ সিরিয়া।
২৯. ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৩০. ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৩১. চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৩২. ২০১৭ সালের কনফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ জার্মানি; রানার্সআপ চিলি।
৩৩. ২ জুলাই ২০১৭ ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন কে?
উত্তরঃ ভানিদু হাসারাঙ্গা, শ্রীলংকা।
৩৪. ২০১৭ সালের উইম্বলডনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তরঃ রজার ফেদেরার, সুইজাল্যান্ড এবং গারবিনে মুগুরুজা, স্পেন।
৩৫. জাতীয় সামার অ্যাথলেটিক্সে দ্রুততম মানব-মানবী কে?
উত্তরঃ দ্রুততম মান মেজবাহ আহমেদ ও দ্রুততম মানবী শিরিন আক্তার।