বেসরকারী শিক্ষকরা বদলি ও পদোন্নতির সুযোগ পাচ্ছেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত প্রায় ৫ লাখ শিক্ষক কর্মচারী বদলি ও পদোন্নতির সুযোগ পাবেন। এমন সুযোগ রেখে জনমত যাচাইয়ের জন্য শিক্ষা আইনের খসড়া আবারও খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৩ মার্চ রোববার এ প্রস্তাবিত খসড়াটি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে কোন মতামত থাকলে আগামী ১০ এপ্রিলের মধ্যে পাঠানোর আহ্বান করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো শিক্ষা আইনের বিষয়ে অনলাইনে মতামত জানতে চাওয়া হলো।

২০১৩ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট প্রথমবারের মতো এ্ই আইনের বিষয়ে মতামত চাওয়া হয় ।এরপর গত  অক্টোবরে আবারো আইনটি ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ক’দিন পরে আবার তা প্রত্যাহার করে নেয়।

বেসরকারি শিক্ষকদের চাকুরি বদলিযোগ্য করার দাবি দীর্ঘদিনের। তবে, বাড়ীভাড়া বেশি দিতে হবে, বদলি বাণিজ্য চলতেই থাকবে। এসব বিবেচনায় সরকারগুলো বেসরকারি শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করতে দ্বিধাদ্বন্দ্বে।

সূত্র: দৈনিক শিক্ষা