এটুআই প্রতিযোগিতা জিতলেন আসফারা

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রতিযোগিতা জিতেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভানা মুর্তজা আসফারা।স্বল্প দামে জীবাণুমুক্ত স্যানিটারি ন্যাপকিন তৈরির বিষয়ে ধারণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের এই শিক্ষার্থী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এটুআই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের প্রায় ১৭০০ শিক্ষার্থী। এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় দর্শকের ভোটে সবাইকে ছাড়িয়ে সেরা হয়েছেন পাঁচজন উদ্যোক্তা। পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছেন পাঁচ লাখ টাকা।

গত বছর ‘রিফিউজি: মানবতার পুনর্জাগরণ’ শীর্ষক ধারণা উপস্থাপনা করে চীনের সাংহাইয়ে হাল্ট পুরস্কার জয়ী দলের চার সদস্যের একজন ছিলেন আফসারা। রিফিউজি নারীদের ঋতুচক্রকালীন স্বাস্থ্য অধিকার বিষয়ক ধারণাটি বিশ্বব্যাপী সমাদৃত হয়। স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির বিষয়টি সেখানে অন্তর্ভুক্ত ছিল।

গত ১৬ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।