JSC ও JDC এর ফলাফল ২৯ ডিসেম্বর

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলন করে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

গত ১ নভেম্বর শুরু হয়ে এই পরীক্ষা শেষ হয়েছিল ১৭ নভেম্বর। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ২২ লাখ শিক্ষার্থী।

সূত্র: প্রথম আলো