কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০১৭ (প্রথম পর্ব)

০১. বাংলাদেশের যমুনা নদীর বালু রপ্তানি হবে কোন দেশে?
উত্তরঃ সিঙ্গাপুর ও মালদ্বীপ।
০২. জাতীয় ‘গণহত্যা দিবস’ কবে?
উত্তরঃ ২৫ মার্চ।
০৩. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তরঃ ১২মার্চ ২০১৭।
০৪. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
উত্তরঃ ৪১তম।
০৫. বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কি?
উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা।
০৬. বাংলাদেশ প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?
উত্তরঃ বিএনএস শেখ হাসিনা।
০৭. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম।
০৮. নির্বাচন কমিশনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (NID) কোন দেশ থেকে তৈরি করে আনা হয়?
উত্তরঃ ফ্রান্স।
০৯. বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে?
উত্তরঃ প্রবাসী কল্যাণ ব্যাংক।
১০. তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলা বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করেছে?
উত্তরঃ ২৬টি।
১১. তেল-গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রে ব্লক কয়টি?
উত্তরঃ ১৫টি।
১২. তেল-গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক কতটি?
উত্তরঃ ১১টি।
১৩. ২০ মার্চ ২০১৭ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপালের (PayPal) কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়?
উত্তরঃ সোনালী ব্যাংক লিমিটেড।
১৪. বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ১ মার্চ ২০১৭।
১৫. বাংলাদেশ অ্যাক্রোডিটেকশন কাউন্সিল বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৭ মার্চ ২০১৭।
১৬. বাংলাদেশ শিপিং করপোরেশন বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৮ মার্চ ২০১৭।
১৭. জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?
উত্তরঃ ১১ মার্চ ২০১৭।
১৮. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী?
উত্তরঃ কারাগারের রোজনামচা
১৯. ‘কারাগারের রোজনামচা’ অানুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে ?
উত্তরঃ ১৭ মার্চ ২০১৭।
২০. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলা একাডেমি
২১. ‘কারাগারে রোজনামচা’ গ্রন্থটিতে বঙ্গন্ধুর কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?
উত্তরঃ ১৯৬৬-১৯৬৮ সাল।
২২. নিজেদের শততম টেস্টে বাংলাদেশ কোন দলের বিপক্ষে খেলে?
উত্তরঃ শ্রীলংকা।
২৩. বাংলাদেশের শততম টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হন কে?
উত্তরঃ তামিম ইকবাল।
২৪. শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
উত্তরঃ সাকিব আল হাসান।
২৫. বাংলাদেশের শততম টেস্টটি ক্রিকেট ইতিহাসের কততম টেস্ট?
উত্তরঃ ২২৫৪তম।
২৬. ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
২৭. সুদানের বর্তমান ও ১২তম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ বকরি হাসান সালেহ।
২৮. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোট মিশন কতটি?
উত্তরঃ ৭১টি।
২৯. বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
উত্তরঃ ১৬টি
৩০. বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ইথিওপিয়া।
৩১. শান্তিরক্ষা মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সেনেগাল।
৩২. বর্তমানে বিশ্বের কতটি দেশে শান্তিরক্ষী কাজ করছে?
উত্তরঃ ১২৬টি।
৩৩. জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
উত্তরঃ আমিনা মোহাম্মদ।
৩৪. OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন নির্বাচিত হন কে?
উত্তরঃ শেখ মোহাম্মদ বেলাল (বাংলাদেশ)।
৩৫. আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৮৭টি।
৩৬. ১৭ ফেব্রুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর ৮৭তম সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ভানুয়াতু।
৩৭. বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
উত্তরঃ ৭,০৯৯টি
৩৮. সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তরঃ পাপুয়া নিউগিনি।
৩৯. পাপুয়া নিউগিনিতে মোট কতটি ভাষা রয়েছে?
উত্তরঃ ৮৪০টি।
৪০. বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
উত্তরঃ চৈনিক।
৪১. বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
উত্তরঃ ষষ্ঠ।
৪২. মানব উন্নয়নে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে।
৪৩. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজতন্ত্র।
৪৪. মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১৩৯তম।
৪৫. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৪৬. গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ সোয়াজিল্যান্ড।
৪৭. মাথাপিছু আয়ে শীর্ষে দেশ কোনটি?
উত্তরঃ কাতার।
৪৮. মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
৪৯. সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শ্রীলংকা।
৫০. সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ।