প্রতিদিন শিখি: ০৪ – গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এবং গত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স

কারেন্ট অ্যাফেয়ার্স

২৮ ফেব্রুয়ারি।
—১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান।
—সুইজারল্যান্ডে আইন ভাঙা বিদেশিদের বিতাড়ন প্রশ্নে গণভোট।
২৯ ফেব্রুয়ারি।
—ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ‘ভারতবিরোধী’ বক্তব্য দেওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের ঘটনায় কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা।
১ মার্চ।
—আফগান তালেবান নেতারা পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন : পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
—জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্যানেলের (আইপিসিসি) সাবেক প্রধান রাজেন্দ্র পাচৌরির বিরুদ্ধে ভারতের একটি আদালতে যৌন হয়রানির মামলা।
২ মার্চ।
—মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ সৌম্য সরকার।
—যুদ্ধাপরাধের অভিযোগে আদালতে দোষী সাব্যস্তদের সম্পদ শিগগিরই বাজেয়াপ্ত করাসহ তাদের তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে জাতীয় সংসদে আইন পাস করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
—বিয়ের আগে মেয়েদের মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখতে অভিভাবকদের পরামর্শ দিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
—‘ভ্যাট অনলাইন প্রকল্পে’ দেশের সব ব্যাংককে সম্পৃক্ত করার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
—আদালতের সাক্ষ্য হাতে লেখার দেড় শতাধিক বছরের প্রথা বিলোপ করে সিলেটের আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণের সূচনা।
—রাশিয়া সিরিয়া শরণার্থীদের ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : ন্যাটো।
—ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প।
—লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহকে একটি সন্ত্রাসীগোষ্ঠী বলে ঘোষণা দিল উপসাগরীয় ছয়টি দেশ নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।
—পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ। —স্বল্পপাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।
—গৃহযুদ্ধ ও দারিদ্র্যের কারণে সিরিয়া, ইরাকসহ বিভিন্ন দেশ ছেড়ে এসে ইউরোপে ঢুকে পড়া অভিবাসী সংকট মোকাবিলায় ৭০ কোটি ইউরো ব্যয় করা হবে : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
৩ মার্চ।
—নয়াদিল্লিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
—ব্যাংকে সাইবার আক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা।
—রামপুরায় দুই শিশু খুন : মায়ের বিরুদ্ধে বাবার মামলা।
—নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রোর (৫৩) মৃত্যু।
—ঋণের পরিমাণ ১০০ ট্রিলিয়ন ডলারে গেলেও পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না পাকিস্তান : অর্থমন্ত্রী ইসহাক দার।
—আমি মনে করি, ট্রাম্প খুবই আতঙ্কজনক। তাঁর বিদ্বেষমূলক মন্তব্যের জন্য আমি তাঁকে ঘৃণা করি : হিলারি ক্লিনটন।
—অর্থের আশায় অবৈধভাবে ইউরোপে এসে লাভ হবে না : ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক।
৪ মার্চ।
—বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াসের প্রতি ভারতের সর্বাত্মক সমর্থনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষার প্রক্রিয়ায় ভারত পাশে আছে। ঢাকায় এক সেমিনারে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
—যেকোনো মুহূর্তে ব্যবহারের জন্য পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখতে সেনাবাহিনীকে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের নির্দেশ।
—দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ২০০১ সালে প্রস্তাবিত দেশের প্রথম সন্ত্রাসবিরোধী বিল পাস।
—তুরস্কের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র ‘জামান’ -এর নিয়ন্ত্রণ নিল দেশটির সরকার।
—জ্যামাইকায় নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ড্রু হলনেস।
—ইয়েমেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে : জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।
—শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের আহ্বান।
৫ মার্চ।
—তিস্তা চুক্তির বিষয়ে বল এখন ভারতের কোর্টে : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
—যতক্ষণ পর্যন্ত সরকার দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আলোচনায় অংশ নেওয়া হবে না : তালেবান।
—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি : জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমা গ্যাব্রিয়েল।


 

সাধারণ জ্ঞান

১. প্রশ্ন : বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়?
উত্তর : লালন ফকির।
২. প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর : চার্লস উইলকিনস।
৩. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন?
উত্তর : লুমিয়ার ব্রাদার।
৪. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র কোন দেশে নির্মিত হয়?
উত্তর : যুক্তরাষ্ট্র।
৫. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র কখন নির্মাণ করা হয়?
উত্তর : ১৮৯৫ সাল।
৬. প্রশ্ন : উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?
উত্তর : হীরালাল সেন।
৭. প্রশ্ন : বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?
উত্তর : আবদুল জব্বার খান।
৮. প্রশ্ন : হীরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে প্রদর্শিত হয়?
উত্তর : ৪ এপ্রিল ১৮৯৮।
৯. প্রশ্ন : হীরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি প্রথম কোথায় প্রদর্শিত হয়?
উত্তর : কলকাতার ক্লাসিক থিয়েটারে।
১০. প্রশ্ন : উপমহাদেশের প্রথম এবং বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি?
উত্তর : জামাই ষষ্ঠী।
১১. প্রশ্ন : ‘জামাই ষষ্ঠী’ কত সালে নির্মিত?
উত্তর : ১৯৩১ সালে।
১২. প্রশ্ন : উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কী?
উত্তর : আলী বাবা ও চল্লিশ চোর।
১৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তর : মুখ ও মুখোশ।
১৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কবে নির্মিত?
উত্তর : ৩ আগস্ট ১৯৫৬।
১৫. প্রশ্ন : ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উত্তর : আবদুল জব্বার খান।
১৬. প্রশ্ন : অস্কার পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?
উত্তর : পথের পাঁচালী।
১৭. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ কত সালে অস্কার পুরস্কার লাভ করে?
উত্তর : ১৯৯১ সাল।
১৮. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উত্তর : সত্যজিৎ রায়।
১৯. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত?
উত্তর : ১৯৫৫ সালে।
২০. প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে?
উত্তর : জহির রায়হান।
২১. প্রশ্ন : হজরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়?
উত্তর : কুর্মিটোলা, ঢাকা।
২২. প্রশ্ন : ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
২৩. প্রশ্ন : ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৪. প্রশ্ন : ‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?
উত্তর : সোহরাওয়ার্দী উদ্যান।
২৫. প্রশ্ন : ‘সংগ্রাম’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : সোনারগাঁও লোকশিল্প জাদুঘর।
২৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২৭. প্রশ্ন : ‘ভাষা অমরতা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২৮. প্রশ্ন : ‘সার্ক ফোয়ারা’ কোথায়?
উত্তর : সোনারগাঁ হোটেলের সামনে।
২৯. প্রশ্ন : ‘চেতনা-৭১’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : পুলিশ লাইন, কুষ্টিয়া।
৩০. প্রশ্ন : ‘স্মারক ভাস্কর্য’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৩১. প্রশ্ন : ‘জয় বাংলা জয় তারুণ্য’ কোথায়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩২. প্রশ্ন : ‘বাংলাদেশের মানচিত্র’ কোথায় স্থাপিত?
উত্তর : জাতীয় জাদুঘর ও মুজিবনগর।
৩৩. প্রশ্ন : চারুকলা ইনস্টিটিউট কোথায়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩৪. প্রশ্ন : ‘বঙ্গবন্ধু মনুমেন্ট’ কোথায়?
উত্তর : গুলিস্তান, ঢাকা।
৩৫. প্রশ্ন: ‘বিজয় সরণি ফোয়ারা’ কোথায়?
উত্তর : তেজগাঁও, ঢাকা।
৩৬. প্রশ্ন : ‘মোদের গরব’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : বাংলা একাডেমি প্রাঙ্গন।
৩৭. প্রশ্ন : ‘শান্তির স্তম্ভ’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : জাতীয় প্যারেড স্কয়ারে।
৩৮. প্রশ্ন : ‘শান্তির পাখি’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : টিএসসি চত্বর, ঢাবি।
৩৯. প্রশ্ন : ‘আব্বাস উদ্দীন চত্বর’ কোথায়?
উত্তর : পল্টন মোড়।
৪০. প্রশ্ন : ‘রানার’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?
উত্তর : রাজশাহী পোস্টাল একাডেমী গেট।

তথ্য কণিকা

আবারও শীর্ষ ধনী বিল গেটস
বিশ্বের ধনীদের তালিকায় আবারও এক নম্বরে উঠে এসেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন (সাত হাজার ৫০০ কোটি) ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস ১ ফেব্রুয়ারি এ তালিকা প্রকাশ করেছে।
এ নিয়ে ৩০ বারের মতো ধনীদের তালিকা প্রকাশ করল ফোর্বস। এতে এক হাজার ৮২০ জনের নাম রয়েছে। এর আগে ২০১৪ সালে রেকর্ড এক হাজার ৮২৬ জনের নাম ছিল। গত ২১ বছরে ১৭ বারের মতো বিল গেটস শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পেলেন। যদিও গত ১২ মাসে তিনি ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্পদ খুইয়েছেন।
শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে স্পেনের আমানসিও ওরতেগা (ছয় হাজার ৭০০ কোটি ডলার), তৃতীয় যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট (ছয় হাজার আট কোটি ডলার), চতুর্থ মেক্সিকোর কার্লোস স্লিম হেলু (পাঁচ হাজার কোটি ডলার)) ও পঞ্চম অ্যামাজনের জেফ বেজোস (চার হাজার পাঁচ শত ২০ কোটি ডলার)। ধনকুবেরদের মধ্যে সবচেয়ে উন্নতি হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের।
১৬তম স্থান থেকে তিনি এবার ষষ্ঠ অবস্থানে এসেছেন। তাঁর সম্পদের পরিমাণ ৪৪ দশমিক ছয় বিলিয়ন ডলার। নিউ ইয়র্কভিত্তিক ধনকুবেরদের মধ্যে শীর্ষে রয়েছেন মাইকেল ব্লুমবার্গ, যাঁর সম্পদমূল্য ৪০ বিলিয়ন ডলার। এ ছাড়া রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সম্পদমূল্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। তবে তালিকার ১০০ জনের মধ্যে ঠাঁই পাননি তিনি। সবচেয়ে নবীন ও কনিষ্ঠ ধনকুবের হিসেবে তালিকায় রয়েছে নরওয়ের ১৯ বছর বয়সী তরুণ আলেক্সান্দারা আন্দ্রেসেনের নাম।
 
সবচেয়ে ব্যয়বহুল রেলস্টেশন
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেলস্টেশন নির্মাণ করল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে ৪ মার্চ এই রেলস্টেশনটি উদ্বোধন করা হয়। এটি তৈরিতে সময় লেগেছে ১২ বছর। স্প্যানিশ নকশাকার স্যান্টিয়াগো ও সুইস নকশাকার অকুলাসের নির্মাণশৈলীর ওপর ভর করে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই রেলস্টেশন।
স্টিল এবং কাচের তৈরি গোলাকার এ স্টেশনটির ডিজাইন অনেকটা পাখির ডানার মতো। স্টেশনটির মোট দৈর্ঘ্য ১০৭ মিটার ও প্রস্থ ৩৫ মিটার এবং এটি তৈরিতে ৩.৮৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এই রেলস্টেশনটিতে চলা কমিউটার ট্রেনগুলোর যাত্রাপথ নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। স্টেশনের ভেতরে রয়েছে শপিং কমপ্লেক্স ও রেস্টুরেন্ট।
 


 
—যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি সচিব ম্যারি জে. মিলার জানান, ২০২৩ সাল নাগাদ যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্র ব্যবহার শুরু করবে দেশটির সামরিক বাহিনী। এ অস্ত্র ব্যবহার করে শূন্যে থাকা মিসাইল, ড্রোন, এমনকি কামানের গোলাও ঠেকানো যাবে।
—নিজেদের মঙ্গলের কথা ভেবে মৃত নারীদের বিয়ে করার হিড়িক পড়ে গেছে চীনের একটি অংশে। আর এ জন্য কবর থেকে নারীদের লাশ তুলে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করেছে চোরের দল। চীনা পুলিশ জানিয়েছে, সম্প্রতি এ রকম একাধিক ঘটনার প্রমাণ তারা পেয়েছে।
—নতুন এক হিসাবে তথ্য প্রকাশিত হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ২০১৫ সালে আশ্রয় খোঁজা মানুষের সংখ্যা ১২,৫৫,৬০০-তে দাঁড়িয়েছে। যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
—পাকিস্তানের প্রভাবশালী একটি ধর্মীয় পরিষদ দেশটিতে নারীদের সুরক্ষায় করা আইন ‘অনৈসলামিক’ বলে ঘোষণা করেছে।
—রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের অব্যাহত দরপতনে মুখ থুবড়ে পড়েছে সৌদি আরবের অর্থনীতি। এখন ঘাটতি পূরণে ও দেশটির অর্থনীতি চাঙা করতে বিদেশিদের কাছে এক হাজার কোটি ডলার ঋণ চেয়ে বেশ কিছু ব্যাংকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
—গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬ সালে শান্তিতে নোবেল প্রত্যাশীদের মনোনয়নের তালিকায় প্রথম দিকে রয়েছেন অ্যাঙ্গেলা মেরকেল, পোপ ফ্রান্সিস, মার্কিন অভিনেত্রী সুসান সারানন্ড ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
—জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে, গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় অন্তত পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে এবং কয়েক হাজার মানুষ অনাহারে মারা গেছে।