জাতীয় বিশ্ববিদ্যালয়ের Improve exam সংক্রান্ত কিছু তথ্য

সকল বর্ষের জন্য দেখে নিন

প্রশ্ন: আমি ফাইনাল পরীক্ষায় ১/২/৩ টি বিষয় ফেল করেছি।এখন আমি কি Improve exam দিতে পারব?
উত্তরঃ হ্যাঁ

প্রশ্ন: আমি ফাইনাল পরীক্ষায় D/C পেয়েছি।আমিও কি Improve exam দিত পারবো?
উত্তরঃ হ্যাঁ।

প্রশ্ন: আমি ফাইনার পরীক্ষায় A+, A, A-, B+, B-, B, C+ পেয়েছি।আমি কি Improve exam দিতে পারবো?
উত্তরঃ না এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম নাই।

প্রশ্ন: আমি C অথবা D সাবজেক্টে মান উন্নয়নের জন্য ইম্প্রুভ পরীক্ষা দিয়েছি।কিন্তু ফলাফল এসে ফেল এসেছে।এখন আমি কি আবারো Improve exam দিতে পারব?
উত্তরঃ না।

প্রশ্ন: C অথবা D গ্রেড প্রাপ্ত সাবজেক্টে কত বার ইম্প্রুম পরীক্ষা দেওয়া যাবে?
উত্তরঃ একবার।

প্রশ্ন: আমি C সাবজেক্টে ইম্প্রুভ দিয়ে D পেয়েছি।এখন আমার কোনটা রেজাল্ট হিসাবে ধরা হবে?
উত্তরঃ C .